
আলহামদুলিল্লাহ!
বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও সঊদী আরবের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বাগতিক দারুল হুদা ইসলামী কমপ্লেক্স ঝড় তুলেছে সাফল্যের মঞ্চে।
২২টি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ৭২০ জন প্রতিযোগীর ভিড়ে মোট ৯০টি পুরস্কারের মধ্যে ৩২টি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা- আলহামদুলিল্লাহ!
এ বিজয় কেবল সংখ্যার নয়; এটি স্বাগতিক হিসেবে আমাদের দায়িত্বপালনের মর্যাদাপূর্ণ স্বীকৃতি, অক্লান্ত পরিশ্রমের ফসল, অধ্যবসায়ের প্রতিদান, এবং আল্লাহর করুণার উজ্জ্বল নিদর্শন।
আমরা বিশ্বাস করি, এ অর্জন আমাদের শিক্ষার্থীদের প্রজ্ঞা, প্রতিভা ও ত্যাগের স্বাক্ষর হয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে, ইন শা আল্লাহ।