
**সম্প্রতি, দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের পরিচালক ড. মুজাফ্ফার বিন মহসিন ও প্রিন্সিপাল ড. মুকাররম বিন মহসিন সৌদি আরবের প্রখ্যাত আল কাসিম বিশ্ববিদ্যালয়ে একটি আনুষ্ঠানিক পরিদর্শন করেন। এ সময়, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস বাংলাদেশ এর আল কাসিম শাখার সভাপতি শাইখ রবিউল ইসলাম, সেক্রেটারী শাইখ এহসানুল্লাহ এবং অন্যান্য শীর্ষস্থানীয় সদস্যরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে রিসিভ করেন।
পরিদর্শনকালে, অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন এবং বিভিন্ন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রগুলোর সঙ্গে পরিচিত হন।